ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান দীপ্ত শুক্রবার মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বা দেখতে বাসায় ছুটে যান ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান, আলাউদ্দিন ধনু, সবুজ মিয়া, জেলা দক্ষিণ যুবদলের সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক খলিল খান, পাগলা থানা শ্রমিক দল নেতা মোঃ শরীফ আহম্মেদ, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম প্রমুখ।