দরজায় কড়া নাড়ছে দেশের হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। দেশজুড়ে যখন মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা নির্মানের কাজ, তখন দাকোপে চাঁদা দাবী করে দেওয়া চিঠি আলোচনা সত্ত্বেও ৬০ মন্দিরে পূজা পালনের প্রস্তুতি।
খুলনার দাকোপ উপজেলায় হিন্দু মুসলিম আর খ্রীষ্টান ৩টি ধর্মের মানুষের বসবাস। জনসংখ্যা বিবেচনায় হিন্দু সম্প্রদায় এখানে সংখ্যাগরিষ্ট। সঙ্গত কারণে দাকোপ জুড়ে প্রতিবছর শারদীয় দূর্গা পূজায় জনসমাগম আর উৎসব আমেজে ভিন্ন মাত্রা যোগ করে। উপজেলা প্রশাসন সুত্র জানায়, এ বছর দাকোপে ৬০টি মন্দিরে পূজা পালন হবে। সরকার পরিবর্তনে পরিবর্তিত পরিস্থিতির প্রাথমিক ধাক্কা সামলে যখন সনাতনীরা পূজা পালনের জন্য প্রস্তুত হচ্ছিল তখন দাকোপে চাঁদা দাবী করে দেওয়া উড়ো চিঠির কারণে হিন্দু সম্প্রদায়ের মাঝে দেখা দেয় আতঙ্ক উদ্বেগ উৎকন্ঠা। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সুতারখালী কামারখোলা এবং কৈলাশগঞ্জ ইউনিয়নের ৬টি মন্দিরে হলুদ খামে দেওয়া উড়ো চিঠিতে পূজা পালনে প্রতিটি মন্দির কমিটির নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে হানিফের প্রজেক্টে যেমন করেছি, তোদের পরিণতিও তেমন হবে। চিঠির বিষয়টি প্রশাসন বা সাংবাদিকদের জানালে “কচুকাটা” করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে এমন দাবী করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক মন্দির কমিটির সদস্যরা। উল্লেখ্য গত ৫ আগস্ট সরকার পতনের পর সুতারখালীতে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের মাছের প্রজেক্টের সকল মাছ ও সম্পদ লুট হয়ে যায়। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন চিঠির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্তের দাবী এলাকাবাসীর। সচেতন মহলের ধারনা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং স্বাভাবিক পরিবেশ ঘোলাটে করতে এটি একটি ষড়যন্ত্র। যে কোন মূল্যে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী তাদের। এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় মোড়ল বলেন বিশেষ কোন চক্র ভিন্ন উদ্দেশ্যে এমন ঘৃন্য কাজ করতে পারে। তিনি বলেন উপজেলার ৬০টি মন্দিরে যথারীতি পূজা হবে, এ ঘটনায় আতঙ্কিত না হয়ে উৎসব মূখর পরিবেশে পূজা পালনে মন্দির কমিটি এবং সাধারন পূজারীদের প্রতি আমরা আহবান জানিয়েছি। দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এমন চিঠির বিষয়ে দাকোপ থানায় পৃথক ৫টি মন্দির কমিটির পক্ষ থেকে করা জিডির বিষয় উল্লেখ করে বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছি। তা ছাড়া মন্দির এবং পূজারীদের নিরাপত্তায় পুলিশ সেনাবাহিনী সার্বক্ষনিক টহল দিচ্ছে। স্থানীয়ভাবে গ্রাম পুলিশ এবং কমিউিনিটির মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন বলেন বিষয়টি জানার পর প্রশাসনিকভাবে জিডি গ্রহন করে আইনি পদক্ষেপের পাশাপাশি আমরা সকল মন্দির এলাকা পরিদর্শন করে তাদেরকে আশ্বস্ত করছি। এ ছাড়া পুলিশ সেনাবাহিনী কোষ্টগার্ড নিয়মিত টহল দিচ্ছে। গ্রাম পুলিশ ও স্থানীয় কমিটি তৎপর আছে। আশা করছি নিরাপদ ও উৎসব মূখর পরিবেশে পূজা পালন হবে।