জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল-৫ (সদর) আসনের সাবেক এমপি এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তারের পর সোমবার সকালে বরিশালে আনা হয়েছে।
আদালত চত্বরে উপস্থিত একাধিক সংবাদ কর্মীরা জানিয়েছেন, জেলা ও মহানগর বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলার প্রধান আসামি জাহিদ ফারুককে সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনার খবরে বিএনপির নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নিয়েছেন। এ সময় আদালত চত্বরে সাবেক প্রতিমন্ত্রীর ঘনিষ্টজন হিসেবে আখ্যায়িত করে সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীনকে পেয়ে তাকে মারধর করে বিএনপির সমর্থকরা। এ খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে ১০ নম্বর ওয়ার্ডের কয়েকশ’ নারী-পুরুষ আদালতের সামনের সড়কে জড়ো হয়ে কাউন্সিলর জয়নাল আবেদীনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন।
সূত্রমতে, ঢাকায় বারিধারাস্থ নিজ বাসভবন থেকে রোববার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গ্রেপ্তার করেন। এরপর সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এবং পরবর্তীতে নিরাপত্তার জন্য জেলখানায় আনা হয়। দুপুরে তাকে বরিশাল সিএমএম কোর্টে এজলাসে তোলার খবরে সকাল থেকেই আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু আদালতে চত্বরে চরম উত্তেজনা বিরাজ করায় কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার দায়ের করা মামলার প্রধান আসামি।
উল্লেখ, গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় জাহিদ ফারুক শামীমকে প্রধান আসামি করে গত ২৩ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৩৮১ জনের নামোল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ছয় থেকে সাতশ’ জনকে।