নীলফামারীর সৈয়দপুরে ছমির উদ্দিন স্কুল এ- কলেজে নবীনবরণ উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এটির আয়োজন ছিল ১৮ আগস্ট কলেজ ক্যাম্পাসে।
কলেজ ক্যাম্পাসে ওই দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ছমির উদ্দিন স্কুল এ- কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি যথাক্রমে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন, সাবেক প্রধান শিক্ষক পুলিন চন্দ্র দাস,সমাজসেবক মোঃ খলিলুর রহমান, নুরনবী সরকার,জাহের আলী সরকার,জমির উদ্দিন সরকার,জহির উদ্দিন সরকার।
এতে বক্তব্য বলেন,প্রভাষক আবদুল মান্নান,মোঃ মিজু সরকার,মোঃ ময়নুল ইসলাম, প্রভাষক গাউসুল আজম,মাধব চন্দ্র রায়, মোছাঃ নাসরিন নাহারসহ অনেকে।
দোয়া পরিচালনা করেন মাওলানা শফিউদ্দিন।
এ সময় সভাপতি বলেন,মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রীদের খেলাধুলার।দিকেও মনোনিবেশ করাতে হবে। এক সাথে লেখাপড়া ও খেলাধুলা করে জীবনে অনেকে সফলতা অর্জন করেছে।