ফরিদপুরের নগরকান্দা উপজেলার দঃ রসুলপুর বাজারে ২০০৯ সালে জোড় পূর্বক দখল করে নেওয়া ৩ টি দোকানঘর ১৫ বছর পর পুনরুদ্ধার করেছে প্রকৃত মালিকের ছেলে।
জানা গেছে ২০০৫ সালে রসুলপুের় বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সাক্ষরিত স্টাম্পের মাধ্যমে নগরকান্দা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মোকবুল হোসেন কে দোকানের জায়গা দেওয়া হয়।
২০০৯ সালে আঃলীগ ক্ষমতায় আসার পর আঃলীগ নেতা জামাল মিয়ার নেতৃত্বে মোকবুল হোসেনের তিনটি দোকান ঘর ভেঙে গুড়িয়ে দিয়ে সেই জায়গায় জোরপূর্বক দখলে নিয়ে (১) জামাল মিয়া (২)সেলিম (৩)জাহিদ মূন্সি ঘর দোকান ঘর নির্মান করে।
দোকান নির্মানে বাধা দিলে দখলকারী আওয়ামী লীগের নেতা কর্মীরা মকবুল হোসেন এর ছেলে খায়রুজ্জামান কে মারধর করে বাজারের মধ্যে বেধে রেখে বাজারের দোকানদার ও সাধারন জনগনের সামনেই জোড় পূর্বক দখল করে নেয়।
বেদখল হওয়ার ১৫ বছর পর আঃলীগের পতন হলে এলাকার সাধারন জনগন ও বাজার কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে দোকান ঘর পুনরুদ্ধার করেছে প্রকৃত মালিকের খায়রুজ্জামান। এই ঘটনায় নগরকান্দায় থানায় সাধারন জিডি করেছে খায়রুজ্জামান। জিডি নম্বর হচ্ছে ১৬৮৯ তাং ০৯/০৯/২০২৪।
খায়রুজ্জামান বলেন, ১৫ বছর পূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমার পিতার ৩ টি দোকানঘর জামাল- কামালরা জোড় পূর্বক দখল করে নেয়। আমি বাজার কমিটির নেতৃবৃন্দ ও সাধারন জনগনকে সাথে নিয়ে সেই দোকান ঘর গুলো পুনরুদ্ধার করেছি। আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়ার বক্তব্যে জানার জন্য কয়েক বার ফোন করলেও ফোন রিসিভ না করায় বক্তব্যে জানা যায় নি।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী বলেন, দুই পক্ষ থেকেই সাধারন ডায়েরি করা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।