পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী নদী তীরবর্তী পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধ না থাকায়, জোয়ার ভাটায় প্লাবিত প্রায় ২৫০ পরিবার। এসব পরিবারের জীবন ও সম্পদ রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
সোমবার সকাল সাড়ে ১০ পায়রা বিদ্যুৎ কেন্দ্রগামী লোন্দা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মোল্লা, মোঃ শাহীন মোল্লা, হালিমা আয়শা প্রমুখ।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন, এ বর্ষা মৌসুমে প্রতিদিনই টিয়াখালী নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয় পশ্চিম লোন্দা গ্রাম। যেকোনো দুর্যোগেই ক্ষতি হয় তাদের। পানির স্রােতে সড়ক ও বাঁধ ভেঙ্গে যাওয়ায় ২৫০ পরিবারকে বাঁশের সাঁকোর উপর নির্ভর করতে হচ্ছে। একারনে নদীতে পানি বাড়লেই বাড়িঘর ২-৩ ফুট পানিতে তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় রান্না। এ ছাড়া এখানকার শতশত একর চাষের জমিও নদীর পানিতে তলিয়ে থাকে। এতে এ আমন মৌসুমেও তাদের দুই দফা বীজতলা ক্ষতি হয়। এ দুরাবস্থা থেকে রক্ষার জন্য নদী তীরে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান গ্রামবাসীরা।