জেলার মুলাদী উপজেলায় বিএনপির সমাবেশে হামলা ও ভাঙচুরের দুই বছর পর আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের ১০৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী মোঃ ফেরদৌস জানান, রোববার (২২ সেপ্টেম্বর) শেষ কার্যদিবসে মামলাটি দায়ের করেছেন মুলাদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম সিকদার। জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমাইয়া রিজভী মৌরি নালিশি অভিযোগটি এজাহার হিসেবে রুজু করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য মুলাদী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
সূত্রমতে, মামলায় মুলাদী পৌর ছাত্রলীগের সভাপতি তিলক খান, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোঃ রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনসহ ৫৯ জনের নামোল্লেকসহ ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বেঞ্চ সহকারী ফেরদৌস নালিশির বরাতে জানিয়েছেন, ২০২২ সালের ২৬ আগস্ট বিকেলে উপজেলার গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে তেল, গ্যাস ও বিদ্যুতের দাবিতে উপজেলা বিএনপি সভার আয়োজন করে। আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর ও মঞ্চে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় তৎকালীন সময় থানায় মামলা দায়ের করতে গেলে অভিযোগের কপি ছিনিয়ে নিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।