মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে নতুন করে উপণ্ডপুলিশ মহাপরিদর্শক মোঃ শফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে। তিনি ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপণ্ডপুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের রবিবারের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।