আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জের নতুন পরিচালক মোঃ আসাদুজ্জামান গনি। এর আগে তিনি দিনাজপুরের হিলির ৩৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার-১ শাখার উপসচিব জেএম আল-আমিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের পরিচালক সরোয়ার জাহান চৌধুরীকে শেরপুরের নলিতাবাড়ীর ৩১ আনসার ব্যাটালিয়নের পরিচালক হিসেবে বদলির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপণ্ডমহাপরিচালক মোঃ ফখরুল আলমের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর থেকে তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।