পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ৫২৫ জন বি ডব্লিউ বি সদস্যদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়। সোমবার ২৩ সেপ্টেম্বর সকাল দশটায় সদর ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলতাফ হোসেন, উপজেলা সমবায় অফিসার ও দায়িত্বরত ট্যাগ অফিসার মোঃ অহিদুজ্জামান খান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, ইউপি সচিব আশুতোষ বড়াল। প্রত্যেককে ৩০ কেজি করে জুলাই ও আগস্ট মাসের চাল দেওয়া হয়।