পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজাহার আলীর বনগ্রামস্থ বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদে ভাঙ্চুর করে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা গত রোববার সকালে এই ঘটনা ঘটায়। বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসী ইউপি চেয়ারম্যান আজাহার আলীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে। বিক্ষোভ করে তারা চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় অন্ততঃ ৩ জন আহত হন। এরমধ্যে আফজাল হোসেন নামের একজনকে হাসপতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রমজান আলী ও মাসুম নামের এক শিশুও আহত হয়েছে। ইউপি চেয়ারম্যান আজাহার আলী অভিযোগ করেন,বিএনপি নেতা-কর্মীরা সশস্ত্র অবস্থায় আমার বাড়িতে হামলা করে ভাঙ্চুর করেছে। তারা ইউনিয়ন পরিষদে গিয়েও ভাঙ্চুর ও অফিস কক্ষে তালা লাগিয়ে দিয়েছে। এ বিষয়ে বিএনপি নেতা ও ইউপি সদস্য পিন্টু সরকার জানান,চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ সত্য নয়। আমরা শুধু বিক্ষোভ করে ইউনিয়ন পরিষদে তালা লাগিয়েছি। আর কোন ঘটনা ঘটেনি। আমরা এই চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম জানান,এ বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগ দেয়নি। এনিয়ে উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে তালা লাগিয়েছে এলাকাবাসী ও বিএনপি নেতা-কর্মীরা। ৫টি ইউনিয়নে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ করা হয়েছে।