প্রায় ২০ ঘন্টা কোমরে ও পায়ে শিকল বেঁধে তরিকুল ইসলাম (১১) নামের এক মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত তরিকুল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মৃত আউয়াল হাওলাদারের ছেলে ও গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠি গ্রামের হাজী আবদুল হাই-কুলসুম হাফেজিয়া মাদ্রাসার নাজেরা শাখার ছাত্র। তরিকুল ইসলাম জানায়, শনিবার বিকেল তিনটার দিকে ক্লাসে পড়ানোর সময় অন্য এক ছাত্রের সাথে কথা বলায় তাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন শিক্ষক (ছোট হুজুর) জিহাদুল ইসলাম। এ সময় তার প্রসাবের চাঁপ শুরু হলে টয়লেটে যাওয়ার কথা বলা সত্বেও শিক্ষক জিহাদুল তাকে টয়লেটে যেতে দেয়নি। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এরপর কানধরে ওঠবস করানো হয়েছে। সবশেষ তাকে শিকল দিয়ে বেঁধে পেটানো হয়। তরিকুল ইসলাম আরও জানায়, শনিবার বিকেল তিনটার দিকে তার পায়ের সাথে কোমরে শিকল পরানো হয়। সারারাত শিকলবন্ধী করে রাখার পর নির্যাতন সইতে না পেরে রোববার বেলা এগারোটার দিকে সে পালিয়ে বাড়িতে আসে।
ভুক্তভোগি ছাত্র তরিকুল ইসলামের ভাই মাসুম হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ভাইকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়টি মাদ্রাসার পরিচালক দাদন মিয়া ও বড় হুজুর ইলিয়াস হোসাইনকে জানানো সত্বেও তারা কোন বিচার না করায় অভিযুক্ত শিক্ষকসহ তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা এঘটনার সঠিক বিচার চাই।
তবে শিশু ছাত্র তরিকুল ইসলামকে মারধরের বিষয়টি অস্বীকার করলেও শিকলবন্ধী করে রাখার কথা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক জিহাদুল ইসলাম ও মাদ্রাসার বড় হুজুর ইলিয়াস হোসাইন। এ বিষয়ে জানতে মাদ্রাসার পরিচালক দাদন মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য নেওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।