মাধবপুরে জন-রোষের ভয়ে দেশ থেকে পালিয়েছে অবসরপ্রাপ্ত ক্যাপটেন কাজী কবিরউদ্দিন। এ নিয়া এলাকায় আলোচনা সমালোচনার ঝর বইছে।
জানাযায় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য এবং আওয়ামী লীগে নেতা পরিচয় দিয়ে সাধারণ মুক্তিযোদ্ধাদের হয়রানী, টাকার বিনিময়ে নতুন মুক্তি যোদ্ধা বানানো, মুক্তি যোদ্ধাদের অনুষ্টানের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।
সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মালেক মধু জানান স্থানীয় মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সদস্য হওয়ায় ২৩ জন মুক্তিযোদ্ধাকে ভূয়া আখ্যা দিয়ে তাদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পরে মুক্তিযোদ্ধারা তার বিরুদ্ধে মন্ত্রনালয়ে অভিযোগ দেয়। এবং বিগত সরকারের আমলে প্রভাব কাটিয়ে নিরিহ অনেক ভুক্তভোগী জমি দখল করে তাদের বিরুদ্ধে হামলা মামলা করে নির্যাতন করেছে।
মুক্তিযুদ্ধা কমান্ড সন্তান এর সম্পাদক আলাউদ্দিন মাহমুদ জানান সে মুক্তিযুদ্ধার নাম অন্তর্ভুক্ত করার নাম করে অনেকের কাছ থেকে লক্ষ্য লক্ষ্য টাকা নিয়েছে। আমরা তার বিরুদ্ধে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে অভিযোগ দিয়েছিলাম। তারপর তাকে মাধবপুর মুক্তিযুদ্ধা সংসদ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এখন তাকে ভুক্তভোগীরা খোজছে। মুক্তিযোদ্ধা ঝারু মিয়া জানান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানের নাম করে উপজেলার ৪০০ শত মুক্তিযুদ্ধার কাছ থেকে ৫০০টাকা করে চাদাঁ আদায় করে নিজের পকেট ভারী করে। তাছাড়া মৃত্যু পাপ্ত মুক্তিযুদ্ধার ভাতা নিয়ে ও সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে বিভিন্ন জনের কাছ থেকে। বিগত সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার জন্য সভা সমাবেশ করে।
একটি সূত্র জানায় ২০০৫ সালে বিএনপি সরকারকে উৎখাত করার জন্য তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল নাসিমের মাধ্যমে যে সেনাবাহিনী ষড়ষন্ত্র করে ছিল তাতে সে জড়িত ছিল। ওই ষড়যন্ত্র ব্যর্থ হলে সে পালিয়ে অষ্ট্রলিয়া চলে যায়।
এবারও সরকার পতন হলে সে ৮ আগস্ট বাংলাদেশ ছেড়ে অষ্ট্রেলিয়া পালিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।