বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন,ওয়ান ইলেভেনের পর থেকে জিয়া সাইবার ফোর্স বিএনপি'র পক্ষে কাজ করছেন।
এটি একটি অনলাইন মিডিয়া ও জনকল্যাণমুখী সংগঠন। এই সংগঠনের কার্যক্রমে তিনি সাফল্য কামনা করেন এবং সংগঠনটির মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতি ও জনকল্যাণ মূলক কাজের প্রসার ঘটুক এই প্রত্যাশা করেন। রোববার বিকেল ৫ টার দিকে পাবনার ভাঙ্গুড়ায় জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলনে ভিডিও ফোনে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরৎনগর বাজার চত্বরে উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্সের উদ্যাগে এই কর্মী সম্মেলন হয়। পৌর বিএনপি'র সাবেক সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও ফোনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম হারুন অর রশীদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক রুবেল শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটন,উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক উপদেষ্টা ছাত্রদল নেতা আলমগীর হোসেন ও হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ হোসেন।