ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনসহ নানাবিধ দাবীতে যশোরের যশোরের মণিরামপুরে জনসভা করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)। রোববার বিকেলে স্থানীয় মণিরামপুর নতুন বাসস্ট্যান্ডে সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি মণিরামপুর উপজেলা শাখা।
মণিরামপুর শাখার সভাপতি কমরেড আবদুল মজিদের সভাপতিত্বে ও কমরেড মুহিব বুল্লাহ মুহিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় সধিারণ সম্পাদক কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, সিপিবি নেতা গাজী গোলাম মোস্তফা, এ্যাড. আমিনুর রহমান, আবদুর রহিম, ইলাহদাদ খান, মাহবুবুর রহমান মজনু, স্বপন কুমার বাগচী, গাজী আফজাল হোসেন প্রমূখ।
বক্তারা ভবদহের জলাবদ্ধতা নিরসনসহ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রন, রেশনিং ব্যবস্থা চালু, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ নানাবিধ দাবী করেন।