খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আবদুল হালিম হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনসহ দু'জনকে আটক করেছে যৌথবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলায় যৌথবাহিনীর চলমান অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন (৫৫) ও সেনহাটি গ্ৰামের ধলামিয়ার পুত্র মাহাবুর (ওরফে) মাহাব মোল্লা (৪৫) কে ২২ সেপ্টেম্বর রোববার ২৪ সালের ২৯ আগস্ট দিঘলিয়া থানায় দাখিল হওয়া ১৪ নং মামলায় আটক দেখানো হয়েছে। এ মামলার বাদী মোঃ খায়রুল ইসলাম।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, দিঘলিয়া থানায় দাখিল হওয়া ১৪ নং মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসাবে গ্ৰেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মোল্লা আকরাম হোসেনের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান হালিম হত্যা মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে।