খুলনার রূপসায় বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত দালাল উপজেলা মডেল মসজিদের ইমাম ফুয়াদ উদ্দিন ফকির ও মুয়াজ্জিন ফাহাদ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাদের অপসারণের দাবিতে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হলেও এখনো তারা বহাল তবিয়তে রয়েছেন। যার কারণে ধর্মপ্রাণ মুসলমানদের ভিতর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে স্বৈরাচারী সরকারের দোসরদের অপসারণ করা না হলে যেকোনো মুহূর্তে রূপসা উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সূত্র জানায়, বিগত সরকারের আমলে ২০২৩ সালের ১১ জানুয়ারি উপজেলা মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে নিয়োগের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর প্রায় ৩০ জন আবেদনকারীর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা ভূমি অফিসের চাকুরী চুত্য নৈশ প্রহরী নিজাম উদ্দিন ফকিরের দুই ছেলেকে অদৃশ্য কারণে ইমাম ও মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ ওঠে অদৃশ্য ভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের এ নিয়োগ দেয়া হয়। ফলে সাধারণ মুসল্লিদের ভিতর ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। নিয়োগকৃতদের বিগত ২০২৩ সালের ১৬ আগস্ট মসজিদে যোগদান করে দায়িত্ব পালনের কথা থাকলেও মোয়াজ্জিন ফুহাদ উদ্দিন ফকির যোগদান করে তার আপন ভাই ইমাম হওয়ায় কাউকে কিছু না বলে প্রায় ৪ মাস অনুপস্থিত থাকেন। তথ্য অনুসন্ধানে জানা যায়, এ সময় তিনি একটি নারী নির্যাতন মামলায় জেল হাজতে ছিলেন। তারপরও সাধারণ মুসল্লিরা তাদের মেনে নিয়ে তাদের পিছনে নামাজ আদায় করে থাকেন। কিন্তু বিগত রমজান মাসে মুসল্লিদের মতামতের ভিত্তিতে খতমে তারাবির সিদ্ধান্ত হয়। সেখানে ইমাম সাহেব নিজেই তারাবি পড়াবেন বলে ঘোষণা দেন। তারপর তারাবি নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং মোবাইল ফোন দেখে নামাজ পড়ানো শুরু করেন। এ ঘটনায় মুসল্লীরা ক্ষিপ্ত হলে তিনি আর তারাবি নামাজ পড়াবেন না বলে জানিয়ে দেন। পরবর্তীতে অন্য ইমাম রেখে নামাজ চলমান রাখা হয়। তাছাড়া তাদের বিরুদ্ধে মসজিদে নির্ধারিত সময় আযান ও নামাজ শুরু না করার অভিযোগ রয়েছে। এমনকি বিগত ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে প্রায় সময় মুসল্লিদের সাথে অসৌজন্য মুলক আচরণ করতেন। যার কারণে গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর সাধারণ মুসল্লিরা তাদের নিয়োগকৃত দালাল ইমাম ও মুয়াজ্জিনকে অপসারণের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার এবং ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। যার পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জালাল আহমদের নেতৃত্বে একটি টিম গত ৩ সেপ্টেম্বর তদন্তে আসেন। সেখানে শতাধিক মুসল্লী তাদের বিভিন্ন অনিয়মের ফিরিস্তি তুলে ধরেন। তারপর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত ১০ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে গন শুনানির জন্য কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসলিমা আক্তারের দপ্তরে মুসল্লিদের আহ্বান করেন। এ সময় মুসল্লীরা উপস্থিত হয়ে ইমাম ও মুয়াজ্জিনের বিরুদ্ধে ইফতারির টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের বিষয় তাদের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি মডেল মসজিদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে তাদের অপসারণের জোর দাবী জানান। এ ঘটনার পর ইমাম ও মুয়াজ্জিন দুই ভাই মিলে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন রকম অপকৌশলে লিপ্ত রয়েছেন। যাতে তাদের অন্যায়কে ধামাচাপা দেওয়া যায়। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জালাল আহমদ জানান, মডেল মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছিল। সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে মুসল্লিদের অভিযোগের সত্যতা পেয়েছে বলে তিনি জানান। বিষয়টি লিখিত ভাবে মডেল মসজিদ কমিটির সভাপতি ও রূপসা উপজেলা নির্বাহী অফিসারকে পাঠানো হয়েছে। তিনি অতিসত্বর মসজিদ পরিচালনা কমিটির মিটিং ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।