রোববার সকালে যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে দায়ের কোপে ২ নারীসহ ৩ জন আহত হয়েছেন। রোববার ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, এবার সকালে পানিসারা ইউনিয়নের নারাঙ্গালীর মাঠে শাহজান আলী আর স্ত্রী সাজেদা বেগম,খালা কুলসুম বেগম পটল ক্ষেতে পটল তুলছিলেন। অনুমান ১১ টার দিকে ইউসুফপুর নারাঙ্গালী গ্রামের মুরাদ, টুটুল, বাদে নাভারণ গ্রামের তাজউদ্দীন, মিজানুর রহমান, বিপুল,খালেক দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় দায়ের কোপে শাহজান আলী,তার স্ত্রী সাজেদা বেগম এবং খালা কুলসুম বেগম আহত হন। এ ছাড়া তাদের এক বিঘা জমির পটল গাছ নষ্ট করে দেয়। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ১ লাখ টাকা।এছাড়াও তাদের একটি মোবাইল ফোন নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
রোববার বিকালে আহত শাহজান আলী জানান, আমার ৩৪ শতক জমি ভুলবশতঃ তাদের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এ ব্যাপারে আমি কোর্টে মামলাও করেছি রেকর্ড সংশোধনের জন্য।