কয়রায় কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। গত রোববার ( ২২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে মহেশ্বরীপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের কয়রা নদীর পাশ্ববর্তি এলাকা হতে এ সকল হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় বন বিভাগ ও কোষ্ট গার্ডের উপস্থিত দেখে হরিণের মাংস পাঁচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। কয়রা টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম বলেন, আটককৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। তবে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।