মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পথচারীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
মশক নিধন কর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র কাজী মো. আবদুল করিম ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা মশক নিধন কর্মসূচি শুরু করেছি। শহরের নতুন বাজার এলাকার মাছ বাজার, কাঁচা বাজার ও ড্রেনগুলোতে মশার ওষুধ স্প্রে করা হচ্ছে। মশার উৎপাত থেকে পৌরবাসীকে স্বস্তি দিতে এ কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে পরিচালনা করা হবে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।