কেশবপুর সদর ইউনিয়নে ব্যাসডাঙ্গ্ া মাগুরাডাঙ্গ্ াসুজাপুর্ বালিয়াডাঙ্গা গ্রামের বানভাসী মানুষের দেখতে যান কেশবপুরের গণমানুষের নেতা কেন্দ্র বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আবুল হোসেন আজাদ আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানওউপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল্ া ইউপি সদস্য শহীদ কামাল মিঠ্,ু সংরক্ষিত ইউপি সদস্য নাজমা সুলতানা কেশবপুর উপজেলা ছাত্রদলের সুযোগ্য আহ্বায়ক আজিজুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বানভাসি মানুষের মাঝে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেন।