গ্রামের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) অনেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের ভাষা বুঝতে পারেন না। তাই কমিউনিটি ক্লিনিকে সাধারণ বাঙালিদের ওষুধ দেওয়ার পর সবার শেষে তাদের চিকিৎসা করা হয়। এজন্য সেখানে একজন করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আয়া নিয়োগের দাবি উঠেছে।
রোববার (২২ সেপ্টেম্বর) রাজশাহীতে সিভিল সার্জনের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের কয়েকজন এ দাবি করেন।
রাজশাহীর বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব অলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিও) সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য বিভাগের সঙ্গে নাগরিক সমাজ, সাংবাদিক ও রক্ষাগোলা সমন্বয় কমিটির এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক।
রাজশাহীর গোদাগাড়ীর সুরসুনিপাড়া রক্ষাগোলা সমাজ সংগঠনের মোড়ল সুষ্টি টুডু বলেন, ‘আদিবাসীদের অনেকে ঠিকমতো বাংলা বলতে পারে না। কিন্তু কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের সবাই বাঙালি। তারা আদিবাসীদের ভাষা কিংবা ভাঙা ভাঙা বাংলা বুঝতে পারেন না। আবার আদিবাসীরাও সব বাংলা বুঝতে পারে না। তাই তাদের মধ্যে কথাবার্তায় সমস্যা হয়। এজন্য আদিবাসী অধ্যুষিত এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোতে আদিবাসীদের কাউকে ছোট কোনো পদে রাখলেও ভালো হয়। তাহলে দুপক্ষের যোগাযোগই সহজ হবে।’