বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গঙ্গা গোবিন্দ(জি.জি) মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেসরকারী সংস্থা সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সহিংসতা রোদের প্রচার অভিযানের অংশ হিসেবে শিশু ও নারী প্রীতি সহিংসতা রোদের প্রচার অভিযানের অংশ হিসেবে জয়শ্রী বনাম শিকারপুরে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুটবল ম্যাচ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
২১ সেপ্টেম্বর বিকেল চারটায় শিকারপুর ইউনিয়ন কেন্দ্রে সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য শিউলি আক্তার ও রিতা, সমাজ সেবক মোকলেস হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম, সিআর এসএস সহায়তাকারি চৈতি হালদার,পল্লব বৈদ্য, সুস্মিতা দাস, অঞ্জলি চক্রবর্তী, ফুটবল খেলার ম্যাচ পরিচালনা করেন মো. হৃদয় হাওলাদার, মো. রেজভী মৃধা ও জাকারিয়া সরদার।