কুড়িগ্রামের চিলমারীতে স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের (১৩) উপর অতর্কিত হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ সাজ্জাদ হোসেন উপজেলার ফুলকলি মেরিট কেয়ার স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। গত ১৪ সেপ্টেম্বর সাজ্জাদ হোসেন স্কুল আসার জন্য বাড়ি থেকে রওয়ানা করলে অভিযুক্তদের বাড়ির কাছে এসে পৌছিলে মাসুদ গং তার বাবার পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারপিট করে। এ ঘটনায় তার বড় ভাই সুমন মিয়া অভিযুক্ত ৫জনকে আসামি করে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।মামলার আসামিরা তোয়াক্কা না করে এলাকায় দাফিয়ে বেরাচ্ছে এবং বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চলেছে। আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে ফুলকলি মেরিট কেয়ার স্কুলের ছাত্র, শিক্ষক ও স্থানীয় জনতা অংশগ্রহণ করে। মানববন্ধনে সাজ্জাদ হোসেনের মা স্বপ্না বেগম, তার বড় ভাই সুমন, ভুক্তভোগী সাজ্জাদ হোসেন ও সহপাঠিরা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন। এ ব্যাপারে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।