বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) নওগাঁর মান্দা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাশিস মান্দা শাখার সভাপতি গোলাম সোরয়ার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোট নওগাঁ জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ।
ছোটমুল্লুক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার ও সিনিয়র শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাশিস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাকশিস নওগাঁ জেলা শাখার সভাপতি এমদাদুল হক মুকুল, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট নওগাঁ শাখার সাধারণ সম্পাদক আজাহার আলী সেতু, বামাশিস নওগাঁ জেলা সভাপতি সিরাজুল ইসলাম, বাকশিস নওগাঁ জেলার সাধারণ সম্পাদক এমদাদুল হক, বামাশিস নওগাঁ জেলার সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
শেষে প্রধান শিক্ষক সদেরুল ইসলামকে আহ্বায়ক এবং প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদারকে সিনিয়র যুগ্ম আহবায়কসহ প্রধান শিক্ষক আবদুল লতিফ মৃধা, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক এনামুল হক ও সহকারী শিক্ষক বাচ্চু মিয়াকে যুগ্ন আহ্বায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট বাশিস মান্দা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।