বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রাধান্য দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার। এত বছরের জঞ্জাল সরানো সময়সাপেক্ষ ও দুরূহ কাজ। তার পরও অন্তর্বর্তীকালীন সরকার যতটা সম্ভব ধীরে ধীরে সংস্কারের কাজ করছে। আশা করা যায় তারা তাদের কাজে সফল হবেন। বড় বড় প্রতিষ্ঠানের সংস্কারের দিকেই সকলের মূলত দৃষ্টি; কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ত এই ডামাডোলে অনেকের নজরে আসছে না। চিকিৎসকদের প্রতি মানুষের ক্রমেই আস্থা কমছে। এ কারণে যাদের আর্থিক সামর্থ্য আছে, তাদের অনেকেই প্রতিবেশী দেশ ভারতে চিকিৎসা নিতে পাড়ি জমাচ্ছে। কিন্তু দেশের দরিদ্র জনগোষ্ঠী বরাবরই ভালো স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হলে দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। কিছুদিন পত্র-পত্রিকায় এ নিয়ে হটটক হয়, তার পর সবাই ভুলে যায়। এমনকি দেখা যায় চিকিৎসকদের সংগঠনগুলোও চিকিৎসকদের অপরাধের শাস্তি না চেয়ে বরং তাদের রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ কোনো দায় নেয় না। চিকিৎসকের অপরাধ অনুযায়ী কোনো শাস্তি হয় না। বরঞ্চ শিশুর ক্ষেত্রে এনআইসিইউ ও বড়দের ক্ষেত্রে আইসিইউ-এর ভাড়া বাবদ লাখ লাখ টাকা রোগীর আত্মীয়-স্বজনের কাছ থেকে জোরপূর্বক নেওয়া হয়। পুরো ব্যাপারটায় ক্ষতিগ্রস্ত হয় রোগীর পক্ষের লোকজন। তাই কোনো হাসপাতালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু চলছেই। কিছু কিছু ক্লিনিক ও চিকিৎসক রোগীর অবহেলায় মৃত্যুর বিষয়টি গুরুত্বের সাথে নেওয়ার প্রয়োজনীয়তাবোধ করে না। তাদের কাছে এ যেন ছেলেখেলা। তাই দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনতে হলে এ খাতের আধুনিকায়ন জরুরি। পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বাড়াতে এবং জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে দেশের স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকারটি একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। প্রেক্ষিত বিবেচনায় এটি গতানুগতিক সরকার থেকে ভিন্ন মাত্রার একটি সরকার যার কাছে সাধারণের প্রত্যাশা আকাশচুম্বী। এই প্রত্যাশার একটি আলোকিত দিক হলো এই সরকারের যে কোনো পদক্ষেপকে সাধারণ মানুষ স্বাগত জানাবে, কারণ তারা আমূল পরিবর্তন চায়। যেহেতু নিকট অতীতে গতানুগতিক ধারার সরকার তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে তারা তাদের প্রত্যাশার জায়গায় পৌঁছাতে যে কোনো পরিবর্তনকে সহযোগিতা করতে প্রস্তুত। স্বাস্থ্য খাতটি সাধারণের প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি খাত। বর্তমান সরকারের উচিত এই খাতটিকে অগ্রাধিকার ভিত্তিতে বিনির্মাণে পদক্ষেপ নেওয়া। কাঠামোগত পরিবর্তনের চেয়ে ব্যবস্থাপনার পরিবর্তনে অধিকতর গুরুত্বারোপ করা জরুরি।