অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। সেই আন্দোলনের সহ¯্র শহীদের রক্তের দাগ না শুকাতেই ভিন্ন নাম-পরিচয়ে আবারও দখল-চাঁদাবাজি শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নতুন করে চাঁদাবাজি ও দখলবাজি। শুধু পরিবর্তন হয়েছে চাঁদাবাজদের। হাতবদল হয়েছে আগের চাঁদাবাজ ও দখলদারদের পরিবর্তে অন্য ব্যক্তিদের। কিন্তু থেমে নেই চাঁদাবাজি ও দখলবাজি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই চলছে চাঁদাবাজদের গোপন দৌড়ঝাঁপ। নানা কৌশলে নীরব চাঁদাবাজির বিষয়টি ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে অফিস-আদালত এমনকি ড্রয়িংরুম পর্যন্ত সর্বত্র মানুষের মুখে মুখে চাউর। ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে বিগত ক্ষমতাসীন দলের নেতা-পাতি নেতা কারও যেন নিস্তার নেই চাঁদাবাজদের হাত থেকে ফসকে যাওয়ার। বড়-ছোট ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে রাতে ঘুমাতে যান, পরদিন সকালে না-জানি কার কাছে ফোন আসে চাঁদার দাবিতে। মামলা-হামালার ভয় দেখিয়ে নীরবে-নিভৃতে চলছে এসব চাঁদাবাজি। চাঁদাবাজির বিষয়টি শুধু শহরেই সীমাবদ্ধ নয়, শহরের গ-ি পেরিয়ে ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জে, হাট-বাজারেও। জানমাল রক্ষায় চাহিদামতো অর্থ পরিশোধ করেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরাও অর্থের বিনিময়ে নিজেদের রক্ষা করতে মরিয়া। বিগত বছরগুলোতে নিজেদের কুকর্ম ঢাকতে প্রভাবশালী এসব চাঁদাবাজদের ম্যানেজ করেই ফিরছেন জনসম্মুখে। শুধু তাই নয়, পালিয়ে যাওয়া হাসিনা সরকারের আমলে ছাত্রজনতার আন্দোলনের সরাসরি বিরোধিতাকারী নেতাদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি পদক্ষেপ না নেয়ার বিষয়টি আড়চোখে দেখছেন সাধারণ মানুষ। ঢাকার গুলিস্তান, ফুলবাড়িয়া, বঙ্গবাজারের মার্কেট দোকান মালিক সমিতির নিয়ন্ত্রণের হাতবদল হয়েছে মাত্র। বেশিরভাগ মার্কেট কমিটি থেকে আওয়ামী লীগপন্থিদের বের করে দেওয়া হয়েছে। বিএনপিপন্থি পরিচয়ে আরেক দল এসব মার্কেটের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা দলবল নিয়ে মহড়া দিচ্ছে। নানাভাবে চলছে চাঁদাবাজি। তাদের এমন কর্মকা-ে মার্কেটগুলোতে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। শুধু ডিএসসিসির এই কয়টি মার্কেটেই নয়, সারা দেশেই শুরু হয়েছে দখল ও চাঁদাবাজির হাতবদল। ব্যবসায়ীরাও অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। সড়কেও চলছে চাঁদাবাজি। বিভিন্ন স্থানে চাঁদাবাজি নিয়ে হামলা-মারামারির ঘটনাও ঘটছে। দেশের পরিবহণ খাতে চাঁদাবাজি নতুন কিছু নয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বিস্তর লেখালেখি হয়েছে সংবাদমাধ্যমে। তবু যে অবস্থার পরিবর্তন হয়েছে বা আদৌ এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে কি না সে ব্যাপারে সন্দেহ আছে। চাঁদার কারণে পরিবহণ মালিক-শ্রমিক তো ক্ষতিগ্রস্ত হচ্ছেনই, খরচ সমন্বয় করতে গিয়ে দাম বাড়ছে নিত্যপণ্যেরও। সরাসরি এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। চাঁদাবাজদের হাতে জিম্মি হওয়া সাধারণ মানুষদের উদ্ধারে তাই সরকারকে কঠোর হতে হবে। পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক-কাভার্ডভ্যানসহ সব ধরনের যানে অবৈধ চাঁদাবাজি রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।