নীলফামারীর সৈয়দপুরে ঢেলাপীর কাদিখোল নামক স্থানে দিনে রাতে সরকারি জমি দখলের হুলিখেলা চলছে। সরকারি জমি দখলে নিয়ে গড়ে তোলা হচ্ছে পাকা ও আধাপাকা স্থাপনা। এলাকার কতিপয় চিহ্নিত ব্যক্তি ওই জমি দখলের সাথে জড়িত। প্রথমে ওই চক্রটি সরকারি জমি দখলে নিয়ে বসে। এরপর বিভিন্ন লোকজনের কাছে টাকা নিয়ে পজেশন দখলে দেয়। এমনকি স্থাপনা নির্মাণ করা পর্যন্ত তারা চুক্তি নেয়।
জেলা প্রশাসক অফিস সুত্র জানায়,নীলফামারী থেকে সৈয়দপুর যাওয়ার পথে ঢেলাপীর কাদিখোল নামক স্থানে ১০৬ একর সরকারি খাস জমি রয়েছে। ওই জমি কয়েক যুগ থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
২০১৬ সালের ২৯ মার্চ তৎকালিন জেলা প্রশাসক ওই জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে দীর্ঘমেয়াদী লীজ প্রদান করে। লীজ গ্রহণের পর থেকে অদ্যাবধি লীজ গৃহীতা ওই জমিতে কোনপ্রকার স্থাপনা নির্মাণ কাজ করেনি। তাছাড়া লীজ নেয়ার পর কর্তৃপক্ষ ওই জমিতে কোন ধরনের সীমানাও চিহৃিত করে নাই। আর এ সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় একটি সিন্ডিকেট জমি দখল এবং তা বিক্রির হুলিখেলায় মেতেছে। তবে ওই জমি বোতলাগাড়ী ও সংগলসী ইউনিয়ন উপসহকারী ভুমি কর্মকর্তার দেখভালের দায়িত্ব থাকলেও তারা নীরব।
দখলকৃত জমিতে কেউ পাকা ঘর তৈরি করছেন। আবার কেউবা তৈরি করছেন আধাপাকা ঘর। রাস্তা সংলগ্ন জমিতে কেহ কেহ তৈরি করেছেন দোকান ও গোডাউন ঘর।
কোন কোন জমি থেকে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হয়েছে। যার ফলে সমতল ওই জমি এখন পুকুরে পরিনত হয়েছে। পাশাপাশি ভেঙ্গে গেছে বালু বহনকারি ট্রাক্টরের দাপটে কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি পাকা রাস্তা।
এভাবে প্রায় ৩০ একর উঁচু জমির মাটি তুলে অতল গভীর পুকুর তৈরি করেছেন আতাউর রহমান বুলাল শাহ। তিনি একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। যার কারণে তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না। এভাবে সরকারি জায়গা থেকে বালু তুলে তা বিক্রি করে তিনি হয়েছেন কোটি পতি।
সরজমিনে সেখানে গেলে স্থানীয়রা এসে বলেন এ সকল কাজের সাথে জড়িত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বুলাল শাহ। বুলাল শাহ তার ক্ষমতার দাপট দিয়ে লীজের কথা বলে সরকারি সমতল জমির বারো অবস্থা করেছেন।
২২ সেপ্টেম্বর ওই স্থানে গিয়ে দেখা যায় সরকারি জমি দখল করে বিশাল বিশাল পাকা ঘড় বাড়ি ও দোকান নির্মাণ হচ্ছে। জমি দখল করে পজেশন আকারে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
জমি দখলের বিষয়ে জানতে চাইলে বোতলাগাড়ী ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা মোঃ আমিন ও সংগলসী ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন বলেন, আমরা দখলের বিষয়ে তাদেরকে নিষেধ করেছি। কিন্তু চক্রটি কোন কথা শুনেননি। উল্টো আমাদেরকে হুমকী দেয়।
এ ব্যাপারে নীলফামারী জেলা প্রশাসকের সাথে কথা হলে তিনি বলেন আমি কয়েকদিন হল যোগদান করেছি। তবে সরকারি জমি দখলের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।