গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মফিজুর রহমান কবির সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ এ কে মোতাহার হোসেন।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য মুহাম্মদ ছাদেক হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আরিফ আমান ভূইয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া আকন্দ, আজীবন সদস্য মুহাম্মদ মুহসিন, দিলরুবা প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ রাশেদুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মুঃ ওমর আলী, প্রতিষ্ঠাকালীন সদস্য মোহসিন মাহমুদ, মাহমুদা বেগম ঝর্না, মো. রায়হান জামান খান, মো. হাফিজুল্লাহ্, তুষার রোজারিও, সুইডেন চার্লস কস্তা, হাসিনা বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ এ কে মোতাহার হোসেনকে পৃষ্ঠপোষক এবং দিলরুবাকে আজীবন সদস্য সম্মাননা স্বারক প্রদান করা হয়। পরিশেষে কেক কেটে পবিত্র মিলাদ ও দেশ ও জাতীর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যক্ষ শিব্বির আহাম্মদ।