সেনবাগে লায়ন জাহাঙ্গীল আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠা সভাপতি ও বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব লায়ন জাহাঙ্গীর মানিক সিআইপির নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। রোববার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলেজ সামনে ফেনী-নোয়াখালী মহাসড়কের হাজনী খাল এলাকায় আধা ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজের প্রতিষ্ঠাতা লায়ন জাহাঙ্গীর মানিকের বিরুদ্ধে একটি মহল মিথ্যা মামলা দায়ের করে অহেতুক তাকে হয়রানি করছে। তাই তাদের দাবী কলেজটি সুষ্টু ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য তার নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন,কলেজের গর্ভানিং বর্ডির সদস্য ফিরোজ আলম খোকন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলম সবুজ,শিক্ষার্থী সিনথিয়া ও পুস্পিতা প্রমুখ। শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নোয়াখালী জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করে।