ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়াগতির বাস চাঁপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায়।
নিহতরা হলেন-গৌরনদী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩৫) ও উপজেলার রাজাপুর নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪০)। স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়াগতির বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাঁপা পরে। খবরপেয়ে গুরুত্বর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক লাভলু মাঝি হাসপাতালে আনার পর মৃতবরণ করেন। গুরুত্বর আহত সেন্টু মৃধাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সেন্টু মৃধা মারা গেছেন। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।