দিবস ও আপ্যায়নের নামে টাকা আত্মসাত, ব্যবহারিক ফি, শিক্ষার্থীদের ফরমপূরণ, ভর্তি ফি, প্রশংসাপত্র ও সনদপত্র উত্তোলনে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিস্তার অভিযোগ উঠেছে অধ্যক্ষর বিরুদ্ধে। ঘটনাটি বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের।
রোববার সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ও কর্মচারীরা অভিযোগ করে জানান, স্কুল অ্যান্ড কলেজের আয়ের একটি অংশ শিক্ষক ও কর্মচারীদের দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি তা প্রদান করা হয়নি। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমগুলো রহস্যজনক কারণে অধ্যক্ষ তার পছন্দের শিক্ষক কম্পিউটার বিভাগের চীফ ইনস্ট্রাক্টর আয়শা চৌধুরীকে দিয়ে পরিচালনা করেন। প্রতিষ্ঠানে আরও যোগ্য শিক্ষক থাকা সত্বেও কোন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় তারা দায়িত্ব পাঁচ্ছেন না। শিক্ষকদের অভিযোগ আয়শা চৌধুরীর স্বামী কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে চাকরি করেন। যেকারণে তার প্রভাবে ঘুরে ফিরে আয়েশা চৌধুরী বিভিন্ন প্রশিক্ষণের দায়িত্ব পাঁচ্ছেন।
অভিযোগ রয়েছে, বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রোজেক্টের আওতায় প্রশিক্ষনার্থীরা চার ও ছয় মাস মেয়াদী বিভিন্ন কোর্স সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করলেও তাদের প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।
সকল অভিযোগ পুরো অস্বীকার করে বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, আমি কোন অনিয়মের সাথে জড়িত নেই। প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেন, কেনাকাটা নিয়মানুযায়ী হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষনার্থীদের টাকা বিধি অনুযায়ী পরিশোধ করা হয়েছে, তাদের টাকা আত্মসাতের কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, একটি মহল প্রতিষ্ঠান ও আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মনগড়া অভিযোগ দিচ্ছেন। তবে কারিগরি শিক্ষার বরিশাল আঞ্চলিক পরিচালক (যুগ্ন সচিব) মোঃ আবুল ফজল মীর বলেন, বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং কম্পিউটার বিভাগের চীফ ইন্সট্রাক্টরের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।