পটুয়াখালী মেডিকেল কলেজ হোস্টেলে গণপূর্ত বিভাগের মালামাল সরবরাহ কাজে বাঁধা সহ চাঁদাবাজীর অভিযোগ কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় প্রমাণিত হওয়ায় মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি কে এক বছর ও সাধারন সম্পাদক কে দুই বছর অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও উভয়কে কলেজ হোস্টেল থেকে আজীবন বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: মনিরুজ্জামান শাহিন। উল্লেখ্য, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের আওতায় সম্প্রতি পুরুষ ও মহিলা হোস্টেলে কাঠের আসবাবপত্র সেটিং ও ফিটিং-এ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। বারবার চাদা দাবী করায় ঢাকা থেকে আগত টেকনিশিয়ানরা কাজ সম্পন্ন না করে ফেরত চলে যেতে বাধ্য হয়। ছাত্রলীগের চাঁদাদাবির ঘটনায় আসবাবপত্র সরবরাহের জন্য সরকারি প্রতিষ্ঠান ঢাকাস্থ গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম ৯ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোস্তাফিজুর রহমানকে এ তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়। তদন্তে অভিযুক্তরা সরকার পরিবর্তনের আগে বিভিন্ন অজুহাতে তদন্ত কমিটির কাছে হাজির হননি। মেডিকেল সার্টিফিকেট দিয়ে তদন্ত কমিটির কাছে নির্ধারিত দিনে হাজির না হয়ে ও সংবাদমাধ্যমে তাদের অন্যায় কাজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেন তারা। এদিকে গত ১৬ জুলাই বিকেলে কলেজ প্রাঙ্গণে কোটা বিরোধী আন্দোলনকারী এপ্রোন পড়া শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় আহত-হন কমপক্ষে ২৫ জন। এ সময় হঠাৎ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে ২৫/৩০ টি মটর সাইকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে হামলা চালায় শিক্ষার্থী আন্দোলনকারীদের উপর। পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিএমএ সেক্রটারী অধ্যক্ষ মো: মনিরুজ্জামান শাহিন ঘটনার ৯ দিন পরে দেশের রাজনৈতিক টাল-মাটাল অবস্থার কারণে পরিবর্তিত পরিস্থিতি আঁচ করতে পেরে গাঁ বাচাতে “বহিরাগতদের হামলায় পটুয়াখালী মেডিকেল কলেজের বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি সমৃদ্ধ সাজানো তথ্য প্রদান ও সাধারন ডায়েরী হিসেবে লিপিবদ্ধ করান। এ প্রসঙ্গে পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে ৯.১৪.৭৮০০.১৫২.১৮.০০১.২৪ (৬৩৭) স্মারকে একটি পত্র প্রেরন করেন। মেডিকেল কলেজ কোটা সংস্কার অন্দোলনে অংশগ্রহনকারীরা পটপরিবর্তনের পরে ক্যাম্পাসে ফিরে এসে তাদের উপর হামলায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অধ্যক্ষকে জানান। ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। এ ছাড়াও কলেজের আসবাবপত্র সরবরাহের কাজে ঐ নেতারাই চাদাঁদাবীসহ বিভিন্ন বাধাবিঘ্ন করায় তাদের নামে কলেজ কর্তৃপক্ষ একটি পৃথক তদন্ত কমিটিও গঠন করেন। কলেজ বন্ধ হয়ে যাওয়া সহ প্রশাসনিক কারণে দুই দফা সময় বৃদ্ধি করা হয়। মালামাল সরবরাহের বাধার ঘটনায় ১৬ জন এবং হামলার ঘটনায় কমপক্ষে ৬০ জন স্বাক্ষ্য দেয়। দুটি তদন্ত কমিটিরই প্রধান ছিলেন ডা: মোস্তাফিজুর রহমান। কমিটির একটিতে ৭ এবং অপরটিতে ৬ জন সদস্য রয়েছেন। ১৯ মেপ্টেম্বও বৃহস্পতিবার একাডেমীক কাউন্সিলের মিটিংয়ে তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। কলেজ অধ্যক্ষ মো: মনিরুজ্জামান শাহিন বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় হোস্টেলে মালামাল সরবরাহে বাঁধা এবং চাদাঁবাজীর সাথে জড়িতদের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় ছাত্রলীগের সভাপতি মোঃ সাদিককে এক বছর ও সাধারন সম্পাদক ইফাদুল ইসলামকে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কার সহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে, কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতির সাথে ইফাদুলের মোবাইল ফোনে যোগাযোগের সম্পৃক্ততা সহ মেডিকেল কলেজের সাধারন ছাত্রদের রাতে হোস্টেলে গিয়ে ভয়ভীতির অভিযোগও প্রমানিত হয়েছে বলে অধ্যক্ষ নিশ্চিত করেছেন।