ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে আলাউদ্দিন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গত শুক্রবার বিকালে ব্রুনাইয়ের মাঙ্গিস এলাকায় নির্মাণ কাজের সময় ভবন থেকে পড়ে আহত হন তিনি। পরে স্থানীয় রিফাজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলাউদ্দিনের বাড়ি উপজেলার নিগুয়ারি ইউনিয়নে অললী কৈইহালটেক গ্রামে। তার বাবা নাম আবদুল মতিন। দাম্পত্য জীবনে তিনি সন্তানের জনক। নিহতের পারিবার সূত্রে জানা যায়, সংসারে অভাব অনটন দূর করতে প্রায় দশ বছর আগে আলাউদ্দিন ব্রুনাই যান। সেখানকার মাঙ্গিস এলাকায় বসবাস করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। শুক্রবার বিকালে নির্মাণ কাজ করার সময় আলাউদ্দিন ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় রিফাজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ব্রুনাই স্থানীয় সময় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের ভাগ্নে মোঃ জহিরুল ইসলাম বলেন, মামার লাশের অপেক্ষায় আছি আমরা। সরকারের কাছে আমাদের দাবি, যেন দ্রুততম সময়ের মধ্যে মামার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।