আশাশুনি উপজেলার প্রবেশদ্বার কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত নয়টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ এস কে রাজার সভাপতিত্বে সভায় নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ডাঃ এস এম তোফায়েল আহমেদ, এমদাদুল হোক মনু, অবঃ সেনা সদস আবদুল মান্নান, সহ-সভাপতি তমেজউদ্দিন গাজী, আবদুল গফুর ঢালী, মারুফ ইকবাল, তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হাসান চঞ্চল, সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন, কোষাধ্যক্ষ সাইদুল বারী, প্রচার সম্পাদক শেখ তারিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক বাবু হোসেন, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান মনি, সহ দপ্তর সম্পাদক গোলাম মাওলা, ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন, সহ ক্রীড়া সম্পাদক রবিন ঘোষ, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইসরাফিল হোসেন, আইন বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, বাজার ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জয়নুজ্জামান শাওন, কার্যনির্বাহী নির্বাহী সদস্য আবদুর রহিম, উত্তম ঘটক প্রমুখ উপস্থিত ছিলেন। বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাহী পরিচালক শেখ বাদশা'র সঞ্চালনায় মাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।