গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে লাঠিবারি অন্যতম।কালের বিবর্তনে হারাতে বসেছে এখেলা।এ খেলার হারানো ঐতিহ্য ফেরাতে টঙ্গাইলের কালিহাতী উপজলার বৈন্যাউরী যুব সমাজের উদ্যোগে শনিবার বিকালে এক লাঠিবারি খেলার আয়োজন করা হয়।
খেলাটি উদ্বোধন করেন, ব্যাংক কর্মকর্তা শেখ মো:লুৎফর রহমান খান।
এতে সভাপতিত্ব করেন, কালিহাতী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আফরোজ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,ফায়াজ গ্রুপের ডিজি এম ইঞ্জিনিয়ার মঞ্জুর হোসেন খান।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.জসিম খান। খেলাটি পরিচালনা করেন,আরিফ হোসেন খান।এ খেলায় চারটি দল অংশ নেন। খেলাটি উপভোগ করতে আশে পাশের গ্রামের শত শত নারী পুরুষ।এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।