আর্থিক দুর্নীতির দায়ে গত বছরের শুরুতে ফিফা কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সেই সোহাগকে পাশে রেখেই বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফুটবল ফেস্টিভ্যালে পুরস্কার বিতরণ করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কার্যনির্বাহী সদস্য মহিদুর রহমান মিরাজ। শনিবার রাজধানীর পল্টনে আউটার স্টেডিয়ামে তিতাস ভাইকিংসকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাইরেটস অফ যমুনা। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মহিদুর রহমান মিরাজ এবং বাফুফে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক জাহেদ হোসেন খোকন, ক্রীড়া সংগঠক সাব্বির হোসেন। ২০২৩ সালের ১৪ এপ্রিল আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছিল ফিফা। এ ছাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রাঁ) জরিমানাও করা হয়েছিল। সেই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন সোহাগ। কিন্তু চলতি বছরের মে মাসে সেই আপিলের রায়ে উলটো নিষেধাজ্ঞা এক বছর বেড়ে যায়। সেইসঙ্গে বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীকে ১০ হাজার সুইস ফ্রাঁ অর্থাৎ প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।