টেস্টে দীর্ঘদিন ছিল না রেস্ট ডে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড প্রথম টেস্ট দিয়ে ১৬ বছর পর প্রথমবার দেখা মিললো সেই দিনটির। চলমান টেস্টটিতে তিন দিনের খেলা শেষে চতুর্থ দিনটি রেস্ট ডে হিসেবে ধরা হয়েছে। কারণ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। ২০২২ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেই ঘটনার পর দেশটি প্রথমবারের মতো প্রেসিডেন্ট বেছে নিতে যাচ্ছে ভোটের মাধ্যমে। লঙ্কান নাগরিকদের মতো ক্রিকেটাররাও এদিন ভোট দিতে ব্যস্ত থাকবেন। পাশাপাশি গ্রাউন্ড স্টাফ, ক্রীড়া সাংবাদিক, ধারাভাষ্যকার, ম্যাচ অফিশিয়ালরাও ভোট দিতে যাবেন। টেস্ট ক্রিকেটে এই রেস্ট ডে একটা সময় সাধারণ ব্যাপারই ছিল। সেটা ছিল ১৯৯০- এর দিকে। আর নির্বাচনের জন্য টেস্ট ক্রিকেটে এমন বিরতির ঘটনাও এবার প্রথম নয়। ২০০৮ সালেও তেমনটা ঘটেছিল। আর সেটা হয়েছিল বাংলাদেশের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। সেই টেস্টের বেলাতেও সঙ্গী ছিল শ্রীলঙ্কা। তাদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ দিন বিরতি থাকায় চলমান টেস্টটি হয়ে দাঁড়াচ্ছে ৬দিনের। লঙ্কান ক্রিকেটাররা ভোটে ব্যস্ত থাকলেও নিউজিল্যান্ড ক্রিকেটাররা হয়তো সমুদ্র সৈকতে অলস সময় কাটাবেন।