শিক্ষার্থীরা উচ্চ পর্যায়ে পড়ালেখা করার জন্য বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। সেখান থেকে শিক্ষার্থীরা উচ্চ পর্যায়ের জ্ঞানার্জন করে থাকেন। শিক্ষার চূড়াই পৌঁছাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নিজেকে জড়িয়ে নেন। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ থাকে সুশিক্ষার মাধ্যমে নিজের জীবন গড়ে তোলা। আর যখন এমন মহাবিদ্যালয়ে সুশিক্ষার বিপরীতে শিক্ষার্থীরা জঘন্য কাজে লিপ্ত থাকে তখন বিষয়টি কেমন দাঁড়ায়? সম্প্রতি পত্রিকান্তরে জানা যায়, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চারটি ছাত্রাবাস পেট্রোল বোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পত্রিকান্তরে, গত ১৭ জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন দুপুর ৩টার মধ্যে আবাসিক হলগুলো ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়। ১২ আগস্ট থেকে হল খুলে দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৪ আগস্ট থেকে খোলার সিদ্ধান্ত হয়। খুলে দেওয়ার পর প্রতিটি হলে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উদ্দেশে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে হলভিত্তিক টিম গঠন করা হয়েছে। গত বুধবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত হলের রুমে রুমে চালানো হয় তল্লাশি। এ সময় বিভিন্ন রুম থেকে সামুরাই, প্লাস্টিক পাইপ, বাঁশের লাঠি, রড, হকিস্টিক, হেলমেট, স্টাম্প, করাত, দা, চেইন, পেট্রোল বোমা পাওয়া যায়। মদের বোতল এবং গাজার কলকিও উদ্ধার হয়েছে। জব্দ দেশীয় অস্ত্রের সংখ্যা ১০৩৫টি। জব্দ করা হয় প্রায় ৫০টি হেলমেট। শেখ রাসেল হলের একটি অংশ (নূর হোসেন ব্লক) থেকে চারটি পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। যেখানে শিক্ষার্থীদের বই, খাতা, কলম, পেন্সিল লাইব্রেরির মতো থাকার কথা সেখানে রয়েছে অনৈতিক সকল বস্তু! যা এই জাঁতি কখনো প্রত্যাশা করে না। তাহলে কী শিক্ষার্থীরা এমন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন? প্রশ্নটা সরকারের কাছে সাধারণ মানুষের। শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনৈতিক কাজ চলা সত্ত্বেও পূর্বে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি কেনো? এর জবাবদিহিতা কর্তৃপক্ষের থেকে নিতে হবে। মূলত বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র রাজনীতির কারণে অনৈতিক কাজগুলো ছড়িয়ে পড়ে। তাই আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষার আলো জ্বলবে এটাই আমাদের প্রত্যাশা। আশা করছি বর্তমান সরকার ওই বিষয়ে নজরদারি বাড়িয়ে এর সঠিক সমাধান গড়ে তুলবেন।