নীলফামারীর সৈয়দপুরে শহর জামায়াতের উদ্যোগে পালিত হয়েছে সিরাতুন্নবী। এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর রাতে শহরের বায়তুস সালাম টালি মসজিদের সামনে আয়োজন করা হয় অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য বলেন নীলফামারী জেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আবদুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বলেন সৈয়দপুর শহর জামায়াতের আমীর মো. শরফুদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বায়তুস সালাম টালি মসজিদের খতিব ও মাযহারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি জাফর মাযহারী। সহ আলোচক ছিলেন ভারত হতে আগত হাফেজ মাওলানা মুফতি ফুরকান মাযহারী। ১৪নং ওয়ার্ড সেক্রেটারি অধ্যাপক জয়নুল আবেদিন এটি সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে সাবেক ওয়ার্ড সভাপতি মো. আকতার হোসেন, উপজেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য মো. রিজওয়ানুল হাসান, ১২নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শিক্ষক সাহাবাজ উদ্দিন সবুজ,মো.খুরশিদ আলম, পেশাজীবি পরিষদের সভাপতি খালিদ সাহাব, সেক্রেটারি মো.ফরহান, ১৪ নং ওয়ার্ড সভাপতি মো.আফজাল হোসেন, সৈয়দপুর উপজেলা শিবিরের সেক্রেটারি মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। ১৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সার্বিক তত্ত্বাবধানে ওই অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে শেষ হয়।