বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী এবছর সিলেটে ৫৯৫টি মান্ডপে শারদীয় দূর্গোৎসব ও দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে জেলায় ৪৪১টি এবং মহানগরে ১৫৪টি পূজা মান্ডপ রয়েছে। নিরাপদ ও নির্ভয়ে পূজা উদযাপন করার লক্ষে সিলেট জেলা ও মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা সেবা খোলা থাকবে। সেইসাথে থাকবে বিশেষ কন্ট্রোলরুম এবং মনিটরিং সেল। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে খবর পাওয়া মাত্রই উপস্থিত হবে অতিরিক্ত পুলিশ সদস্য। জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম। পুলিশ কর্মকর্তা বলেন বিশেষ করে সিলেট হচ্ছে পূণভূমির একটি সম্প্রীতির নগরী। এই নগরীতে সকল প্রকার শান্তি শৃংঙ্খলা এবং সম্পীতি বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। তাই যাতে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। পূজা চলাকালীন সময়ে মন্দিরের স্বেচ্ছাসেবীদের আইডি কার্ড সাথে রাখাসহ সিসি ক্যামেরা এবং নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সঞ্চালনরা জন্য জেনারেটরের ব্যবস্থা রাখার পরামর্শ দেন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম (সেবা)।
উল্লেখ্য এবছর সিলেট জেলা, মহানগর সার্বজনীন এবং পারিবারিক মিলে সর্বমোট ৫৯৫টি মান্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে জেলায় ৪৪১টি এবং মহানগরে ১৫৪টি পূজা মান্ডপ রয়েছে।