কেএমপি'র লবণচরা থানা পুলিশের অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ৯ হাজার ৪০০ টাকা উদ্ধারসহ ৪ জনকে আটক করেছে।
গত ২০ সেপ্টেম্বর রাত পৌণে ৮ টার দিকে লবণচরা থানার পুলিশের একটি টিম লবণচরা থানাধীন ঠিকরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কেএমপি, খুলনার লবণচরা থানাধীন জিরোপয়েন্ট হতে খানজাহান আলী সেতু (রূপসা ব্রীজ) গামী বিশ্বরোড মোড়স্থ মেসার্স গালিব এন্টার প্রাইজের সামনে পাকা রাস্তার উপর হতে আসামি (১) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আনুলি, একচোরা এলাকার শামসুল মোড়ল ও সালেহা বগমের পুত্র মোঃ শামীম মোড়ল (৩০) এর পরিহিত প্যান্টের পকেট পিতা-মৃত শামসুল মোড়ল, মাতা-ছালেহা বেগম, সাং-আনুলি, একচোরা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা এর পরিহিত প্যান্টের বাম পকেট হতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং তার সহযোগী আসামি (২) খুলনা জেলার আড়ংঘাটা থানার রায়েরমহল নিবাসী রমজান শেখ ও পারুল বেগমের প্ত্রু ফাহিম শেখ (৩০) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে মাদক বিক্রয়লব্ধ নগদ ৯ হাজার ৪০০ টাকা, (৩) খুলনা জেলার আড়ংঘাটা থানার রায়েরমহল পশ্চিমপাড়া নিবাসী মৃত শেখ বাবর আলী ও মমতাজ বেগমের পুত্র শেখ ফয়সাল আহম্মেদ (৩০) এর পরিহিত প্যান্টের পিছনের ডান পকেট হতে বিভিন্ন সাইজের ৪ টুকরা ফয়েল পেপার (ইয়াবা খাওয়ার কাজে ব্যবহৃত) এবং ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি রেজিস্টেশনবিহীন অঢ়ধপযব ৪ঠ মোটর সাইকেল, যাহার চেসিস নং- চঝ৬৩৭অঊ৭৩ঘ৬ঈ৭০৭৯০, ইঞ্জিন নং-ঈঊ৭কগ২২০৩৬০৯ ও (৪) খুলনা জেলার আড়ংঘাটা থানার রায়েরমহল নিবাসী রবিউল ইসলাম মিন্টু ও নাদিরা বেগমের পুত্র মোঃ ফাহাদুল ইসলাম @ শিশির (২০) এর পরিহিত প্যান্টের পিছনের বাম পকেট হইতে ইয়াবা খাওয়ার কাজে ব্যবহৃত পিতলের মুটকিসহ গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে লবণচরা থানার মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৩, তারিখ-২০/০৯/২০২৪ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়েছে।