ভবিষ্যতে আইন-শৃঙ্খলা যারা অবনতি করবে তাদের হাত ভেঙ্গে দেয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবো। আইন-শৃঙ্খলা কোন অবস্থায় অবনতি হতে দেয়া যাবে না। এর জন্য সবার সহযোগিতা কামনা করছি। কোন যদি আইন-শৃঙ্খলা অবনতি করে তাদের কোন অবস্থায় ছাড় দেয়া হবে। আইন-শৃঙ্খলা যাতে উন্নতি হয় তার জন্য সকল সম্প্রদায় আমাদের সহযোগিতা করবেন। জনগণকে বুঝাবেন যাতে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
এসময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, পাহাড়ে সকলেই সম্প্রীতি চাই কিন্তু সম্প্রীতি নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে।
শনিবার দুপুর সাড়ে ১২টাই রাঙ্গামাটির রিজিয়নের প্রান্তিক হলে বিগত দুই দিনের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আরো দুই উপদেষ্টার বৈঠকের সভা শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন।
সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ, জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, রাঙ্গমাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানসহ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছে।
এদিকে, খাগড়াছড়ির দীঘিনালা ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে অনাকাঙ্খিত ঘটনা যাতে না হয় তার জন্য প্রশাসনের ১৪৪ ধারা বলবদ আছে। অপর দিকে তিন পার্বত্য জেলায় পাহাড়ী ছাত্র-জনতার ডাকে ৭২ ঘন্টার অবরোধ চলমান রয়েছে। সড়ক ও নৌপথ অবরোধ ও যানবাহনের ধর্মঘটের কারণে রাঙ্গামাটিতে সবকটি সড়ক ও নৌ পথে সব ধরনের যানবাহন ও নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শহরে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে। শহরে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।