ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে সরকারি মাহ্তাব উদ্দীন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভাই বক্তরা বলেন,ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। ভয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। নতুন করে আর কোন অশান্তি আমরা চাই না। চাদাবাজি এবং দখলকারিকদের বিরুদ্ধে জেলা বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে বলে তারা হুশিয়ারি করেন। আগামী ২৮ সেপ্টেম্বর বিকাল ৩ টার সময় ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশ শান্তি পূর্নভাবে সফল করতে হবে। ভার্চুয়ালি এ সমাবেশে যোগ দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক
জাহিদুজ্জামান মনা, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. এুন্সী কামাল আজাদ পান্নু,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু,জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ প্রভাষক জুলফিকার আলী,কালীগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক আতিয়ার রহমান,কালীগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তবিবুর রহমান মিনি, যুগ্ন-আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর বিএনপি যুগ্ন আহ্বায়ক নজরৃল ইসলাম তোতাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।