বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট ও স্থানীয় হিন্দু সমাজ আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে আসন্ন শারদীয় দূর্গোৎসব-২০২৪ উপলক্ষে শান্তি ও সম্প্রীতি সমাবেশ হয়েছে। শুক্রবার (২০সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার খাসেরহাট বাজার মাতৃ মন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক অধ্যাপক জহরলাল সরকারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি শেখ মুজিবুর রহমান,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড,ওয়াহিদুজ্জামান দিপু, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার এ্যাড: মাসুদ রানা,সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান গোরা, চিতলমারী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক মোমিনুল হক টুলু,সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডা,এ্যাড,বলাই চাঁদ বিশ্বাস,বিএনপি যুগ্ন আহ্বায়ক মো: শরিফুল ইসলাম অপু, যুবদলের সদস্য সচিব শেখ আসাদসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড,অসীম কুমার সমাদ্দার।