অনবরত বৃষ্টিতে কালীগঞ্জ উপজেলার মানুষেরা ভোগান্তিসহ বেশ ক্ষয়ক্ষতিতে পড়েছেন। উপজেলায় একদিকে পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ায় মরাত্নক ভাবে চিন্তায় পড়েছে ওব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। প্রায় ৪ দিনে অতিবর্ষণের প্রভাবে কালীগঞ্জ উপজেলার প্রায় শতাধিক মাছের পুকুর ভেসে যাওয়ায় অধিকাংশ পুকুরের মাছ বাইরে চোলে গেছে।ফলে মৎস চষিদের প্রায় কোটি টাকার বেশি ক্ষতিসাধন হয়েছে, কিন্তু উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা সঠিক ভাবে বলতে পারছে না ক্ষয় ক্ষতির পরিমান।
কালীগঞ্জ উপজেলার পৌর এলাকা ও এগারটি ইউনিয়নের বানিজ্যিক ভিত্তিতে চাষকৃত পুকুর মালিকরা বলেন, অনেক কষ্ট করে ও বিভিন্ন এনজিও থেকে লোনের টাকা নিয়ে পুকুরে মাছ চাষ করেছি। ফলে আমাদের কয়েক লাখ টাকার পোনা মাছ দেওয়া আছে। কিন্তু ৪ দিনের ভারি বৃষ্টিতে পানিতে তলিয়ে সব মাছ ভেসে গেছে। এলাকার অধিকাংশ পুকুর মালিকরা বলেন, চারদিন যাবত একটানা এভাবে ভারি বর্ষন হবে বুঝে উঠতে পারিনি। হঠাৎ করেই বিরামহীন বৃষ্টি পানি বেড়ে গিয়ে বড় ধরনের ক্ষতিটা হয়ে গেল।হঠাৎ এভাবে বৃষ্টিতে মাছ বের হয়ে যাওয়ায় মাছচাষি ও হ্যাচারি মালিকরা আর্থিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ চাষিদের সরকারি ভাবে সহযোগিতা করলে আবারও তারা ঘুরে দাঁড়াতে পারবেন বলে তারা জানান।
কৃষকরা বলেন, যে পরিমান পানি হয়েছে বছরের মধ্যে এত পরিমান বৃষ্টি হয়নি। এমন পুকুরের মাছ ভেসে যাওয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। যে সব পুকুর ডুবেছে এবং পানি ঢুকেছে সে সব জমি থেকে ৩/৫ দিনের মধ্যে পানি বের না হওয়ায় পুকুরের মাছ আর ও বেশি বের হয়েছে। কালীগঞ্জ উপজেলায় প্রায় ১ হাজারের বেশি মৎস্য চাষি রয়েছে যারা বানিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করে থাকেন।অনেকের পুকুর থেকে মাছ ভেসে গেছে আর কোনোটার মাছ অর্ধেক ভেসে গেছে। পুকুরে বিভিন্ন জাতের বড় মাছ ও পোনা ছিল। এতে টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে নির্ভরযোগ্য মৎস্যচাষী ও ব্যবসায়ী সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।নলডাঙ্গা গ্রামের আহসা কবির বলেন তার পুকুরে ভারী বর্ষণে পুকুর ভরে প্রায় কয়েক লাখ টাকার মাছ ও পোনা ভেসে গেছে এবং বড় মাছগুলোর ওজন ছিল দুই থেকে আড়াই কেজি।এ ক্ষতিরে কারণে অনেক পথে বসার অবস্থার পরিত হয়েছে। অনেকের ফাকা মাঠের মধ্যে পুকুর কেটে মাছ চা করতো তাদের পুকুরের পানি এখন ও সরেনি ফলে পুকুরের মাছ আছে কিনা মনে হয় না। অনেকে বিভিন্ন ধানের জমি থেকে ভেসে যাওয়া মাছ ধোরে নিয়ে বাজারে বিক্রি করছে কেউ নিজেদের খাবারে জন্য ধোরে নিয়ে যাচ্ছে। আবার অনেকে এলাকায় ফাকা জমিতে দলবদ্ধ ভাবে জাল ফেলে মাছ ধরছে।একই এলাকার মৎস্যচাষী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য জাহাঙ্গির হোসেন জানান, তিনি ব্যাংক থেকে মোটা অংকের টাকা লোন নিয়ে মাছচাষ ব্যবসা করে আসছেন। ভারী বর্ষণ ও ব্যাপক বৃষ্টিপাতে তার পুকুর গুলোতে প্লাবিত হয়ে মাছ ও পোনা ভেসে গেছে। কোন মতেই রক্ষা করা যায়নি। চাষকৃত এসব মাছ বিক্রি করে কিস্তি চালান তিনি। এখন কি করব বলে চিন্তিত হয়ে হতাশ হয়ে পড়েছেন।অনেকের পুকুরে ৩ থেকে ৫ কেজি ওজনের পুরাতর রুই কাতলা মাছ ছিল, সে সব মাছ ও বেরিয়ে গেছে।অনেকের ৩/৪টি পুকুর ভেসে গেছে কার ও এ মাসেই মাছ বিক্রি করার কথা ছিল। কিন্তু তার আগেই সর্বনাশ হয়ে গেছে।
কৃষকরা বলেন,যে পরিমান পানি হয়েছে বছরের মধ্যে এত পরিমান বৃষ্টি হয়নি। এমন পুকুরের মাছ ভেসে যাওয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। যে সব পুকুর ডুবেছে এবং পানি ঢুকেছে সে সব পুকুরে পানি বের হচ্ছে না সে সব পুকর থেকে আর ও বেশি পরিমানে মাছ বেরিয়ে যাবে।কালীগঞ্জ উপজেলায় প্রায় ১ হাজারের বেশি মৎস্য চাষি রয়েছে তারা বানিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করে থাকেন সারা বছর। ভারী বর্ষণ ও ব্যাপক বৃষ্টিপাতে তার পুকুর গুলোতে প্লাবিত হয়ে মাছ ও পোনা ভেসে গেছে। কোন মতেই রক্ষা করা যায়নি। চাষকৃত এসব মাছ বিক্রি করে কিস্তি চালান তিনি। এখন কি করব বলে চিন্তিত হয়ে হতাশ হয়ে পড়েছেন।এ ব্যাপারে উপজেলা বলেন, "ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার পুকুরের মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্থ পুকুরের সংখ্যা তালিকা করার পর জানা জাবে কি পরিমান ক্ষয়ক্ষতি হল।এখনও যাদের পুকুর পুরো ডুবেনি তারা চারদিকে জাল দিয়ে ঘিরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানএইকর্মকর্তা।কালীগঞ্জউপজেলামৎস্যকর্মকর্তাহাসানসাজ্জাত জানান,পৌরসভা,বারবাজার আজমতনগর,চাচড়া,একতারপুরসহ উপজেলার ১১ টি ইউনিয়নে রয়েছে বানিজ্যিক ভিত্তিতে সৎস্য চাষ। এসব এলাকার বিভিন্ন ধরনের মাছ স্থানীয় ও দেশের বিভিন্ন পাঠানো হয় আবার মাছ চাষের বড় বড় পুকুরের সংখ্য ও অনেকটাই বেশি।