ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ ১শত ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান- শনিবার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তিনি (ওসি) সাবদালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিল্লাল হোসেনকে সাথে নিয়ে কোটচাঁদপুর-সাবদালপুর সড়কের কুয়োতলা মাঠে অবস্থান নেন। এ সময় কোটচাঁদপুরগামী একটি ইজিবাইক থামিয়ে তল্লাসী করে দুটি ব্যাগ থেকে ভারতীয় ১শত ৪৫ বোতল ফেনসিডিলসহ যাত্রীবেশী ২নারীকে আটক করেন। আটককৃতরা হচ্ছেন- কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের হারুন শেখের স্ত্রী হোসনে আরা (৩৫) ও একই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম (৫৫)। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আজ (রোববার ) পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।