ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শৈলকুপা শেখপাড়া সড়কের সিদ্ধি আমতলা নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নিয়ামত আলী (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
নিহত নিয়ামত আলী শৈলকুপা পৌরসভার মাঠপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে শুক্রবার বিকালে সিদ্ধি গ্রাম থেকে হেঁটে বাড়ি আসার সময় পিছন থেকে এসে একটা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান।এ ব্যাপারে শৈলকূপা থানার উপপরিদর্শক আবদুল জলিল জানান বিকালে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হয়ে শৈলকূপা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। পরে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে দশটার দিকে আহত ব্যাক্তি মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।