কয়রায় ন্যাশনাল চিলড্রেন টাক্সর্ফোস (এনসিটিএফ) এর উদ্যোগে ও পরিত্রাণ ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতায় এনসিটিএফের বার্ষিক সভা ও বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পরিত্রাণ অফিসে অনুষ্ঠিত হয়। এনসিটিএফের কয়রা উপজেলা সভাপতি শিউলী মুন্ডার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ ব ম আবদুল মালেক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, শিশু সুরক্ষা কোয়ালিশানের সদস্য এ্যাড. আনিছুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলার সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা,পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিন, সাংবাদিক ফরহাদ হোসেন, এনসিটিএফের সদস্য নমিতা মুন্ডা, সিমা মুন্ডা, অনুপম মুন্ডা, অন্তরা মুন্ডা প্রমুখ। সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়। এ ছাড়া সংগঠন সহ প্রকল্পের বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।