ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১১নং লংগাইর ইউনিয়নের বিএনপির শান্তি ও সম্প্রীতি সমাবেশ হয়েছে। গত শুক্রবার রাতে কাজা গ্রামে ৮ নং ওয়ার্ডে অফিস উদ্বোধন উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ ১০ (গফরগাঁও) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি এ্যাড. আল-ফাতাহ্ খান। লংগাইর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম আমিনুলের সভাপতিত্বে ও পাগলা থানা শ্রমিকদল নেতা মোঃ আবদুর রহিমের পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সদস্য ও দত্তের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবদুল মালেক, পাগলা থানা বিএনপির সদস্য ও লংগাইর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমির উদ্দিন পালোওয়ান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক খলিল খান, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মোখলেছুর রহমান, পাগলা থানা কৃষক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দ,পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মনিরুল ইসলাম, পাগলা থানা ছাত্রদল নেতা কাওসার আহমেদ সাগর, লংগাইর ইউনিয়ন যুবদল নেতা সুজন ও ছাত্রদল নেতা মো: নাঈম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. আল-ফাতাহ্ খান বলেন, অন্তবর্তীকালীন সরকারকে বিএনপি সম্পূর্ণ সহযোগিতা করবে। কারণ এ সরকার ফেল করলে জাতির দুর্ভাগ আছে। অনেক কষ্ট করে আমরা একটা পর্যায়ে এসেছি। তাই এ সরকারকে সহযোগিতা করতেই হবে। তিনি এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।